আলাউদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়া সদরের লাম্বা দীঘির পাড়স্থ হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) হেফজখানা ও এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর ) দুপুর ২টায় লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল হেফজখানার ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এর আগে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) হেফজখানা- এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ছরওয়ার কোম্পানি।

উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব বাজেত আলী, মাওলানা আবু বক্কর ,নাছির উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম,নুরুল আবছার, আবুল হাসেম, নুরুল ইসলাম, নুরুল আলম প্রমুখ।

এ সময় লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে আমাদের দ্বীনি শিক্ষা থাকতে হবে।

অন্যান্য শিক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের ছেলে মেয়েদের ইসলামের একমাত্র দর্পন কোরআন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

অনুষ্ঠানে তিনি হেফজখানার সার্বিক উন্নয়নের জন্য ১ লাখ টার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।