প্রেস বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি মোঃ নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার ২ নভেম্বর আগামী একবছর এর জন্য উক্ত কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে মোয়াজ্জম মোর্শেদ জিনানকে সভাপতি, মহিব উল্লাহ, এজাজ উল্লাহ, ও আরিফুল হাসানকে সহ-সভাপতি, রাজিবুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক, সাইফুর রহমান, মোফাজ্জল হোসেন তুহিন ও নাজমুন নাহার (মাহি)কে যুগ্ম সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত কে সাংগঠনিক সম্পাদক, শেফায়েত উল্লাহকে দপ্তর সম্পাদক, শহিদুল্লাহকে প্রচার সম্পাদক, মেহেদী হাসান (রিয়াদ)কে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন এ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা সর্বদা কাজ করে যাবে এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ভিশন ২০২১ও ২০৪১ বাস্তবায়নে বদ্ধপরিকর।