আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার প্রথম দিনে অনুপস্থিত ৩ ৪৬১ জন পরীক্ষার্থী। কোনো পরীক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি প্রথম দিনে।
শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা শেষে বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৩১টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৫ হাজার ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন।
অনুপস্থিত ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে ২ হাজার ১৭৮, কক্সবাজারে ৬২৭, রাঙামাটিতে ২১৫, খাগড়াছড়িতে ২৯৯ এবং বান্দরবানে ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতেও প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৭১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক জানান, এবার চট্টগ্রামের ৩১টি কেন্দ্রে ২০ হাজার ৩৮ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৩২১ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ভোকেশনালে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।