সিবিএন : কক্সবাজার সিটি কলেজে দ্বাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ বাণিজ্য ভবন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক। তিনি বলেন , ছাত্রছাত্রীদের ভাল ফলাফলে শিক্ষকদের পাশাপাশি  অভিভাবকদের আরো এগিয়ে আসতে হবে।  সন্তানের পড়ালেখার খোঁজ খবর রাখতে হবে। সকলের সম্বন্বিত উদ্যোগে একটা ভাল ফলাফল উপহার দিতে চাই ।
বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহনুর আকতার ,বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক জেবুন্নেছা , কলা অনুষদ প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী , ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন ,রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আশফাকুর রহমান, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান তাসলিমা রশীদ । অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেনি এডভোকেট সাকো আলম প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াত করেন সাইফুর রহমান , গীতা পাঠ করেন চন্দন কান্তি দে , ত্রিপিটক পাঠ করেন বিজন বড়ুয়া । এ সময় উপস্থিত অভিভাবকদের মাঝে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল তুলে দেয়া হয় এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয় ।