প্রেস বিজ্ঞপ্তি:

জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন পত্র বিতরণ করেছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি। ২ নভেম্বর পরীক্ষার প্রথম দিনে  কক্সবাজারের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এক সাথে পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে এই উপহার দেয়া হয়। কক্সবাজার শহরে ৫টি টিম এবং রামু ও উখিয়া উপজেলায় ১২ টি টিম পরীক্ষার্থীদের স্বাগত জানায় এবং পরীক্ষার রুটিন বিতরন করেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতারলমূলক কথা বলেন সংগঠনের সদস্যরা। কক্সবাজার বয়েস স্কুল, কক্সবাজার গার্লস স্কুল, কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি স্কুল, কক্সবাজার বালিকা মাদ্রাসা, বায়তুরশরফ জব্বারিয় একাডেমি সহ কক্সবাজার জেলা সকল উপজেলার সকল কেন্দ্রে এই কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান অত্র সংগঠনের এডমিন আশরাফুল হাসান রিশাদ।

কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটির এই কাজকে স্বাগতম জানিয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের অভিভাবক।কয়েকজন অভিভাবক বলেন তারা যেভাবে আমাদের বাচ্চাদের সহযোগিতা করছে তা সত্যিই প্রশংসনীয়।