মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ভারত-বাংলাদেশ নবম ফ্রেন্ডশিপ ডায়লগে যোগদিতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন এমপি কক্সবাজারে এসেছেন। শনিবার ২ নভেম্বর সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, সহ দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত অভিজাত রিসোর্ট হোটেল রয়েল টিউলিপ অনুষ্ঠানরত ২ দিন ব্যাপী নবম ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।