লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বুলু আক্তার (২৪) নামের এক সন্তানের জননী দেবরের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাতে ঘটে।
সে উপজেলার চুনতি সাতগড় নয়া পাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের স্ত্রী।
অভিযুক্ত মো: পারভেজ (১৮) ওই এলাকার মো: জালাল আহমদের ছেলে ও সাদেকের আপন চাচাতো ভাই।
জানা যায়, গত বুধবার (৩০ অক্টোবর) বুলু আক্তার (২৪) মেয়ে নিয়ে কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকায় বাপের বাড়ি বেড়াতে যায়। সে ওই এলাকার মৃত ইসমাঈলের মেয়ে। সেখান থেকে শুক্রবার বিকেলে তার মেয়েকে রেখে পারভেজের হাত ধরে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণলংকারসহ নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
ছাদেক বলেন, পারভেজ তার আপন চাচাতো ভাই। তার স্ত্রীকে ফুসলিয়ে শুক্রবার তার বাপের বাড়ি থেকে নিয়ে যায় পারভেজ। পালিয়ে যাবার সময় নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণলংকারসহ নিয়ে যায়।
অভিযুক্তদদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।