এনটিভি অনলাইন
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার মধ্যরাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এ নির্দেশনায় একইসঙ্গে আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছয়টি হলের ছাত্রদের এবং আগামীকাল রোববার সকালের মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়।
তবে আজ শনিবার কুয়েটে প্রথম বর্ষে ভর্তির যে পরীক্ষা হওয়ার কথা তা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহীদুল আলম।
রেজিস্ট্রার আরো বলেন, আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫/৬ জন শিক্ষার্থী আহত হন। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনার সৃষ্টি হয়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে রাতেই কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খান জাহান আলী থানা কর্তৃপক্ষ জানিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।