মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা সী-ইন পয়েন্টের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডে পুড়ে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সৈকতের সী-ইন পয়েন্ট জামে মসজিদের সামনে গোলাম কিবরিয়ার মালিকানাধীন “ফুড ভিলেজ” নামক রেস্টুরেন্টে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশংকা থাকলেও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনে বলে কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ইদ্রিস সিবিএন-কে জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার ১ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সুত্রপাত হয়।