ওমর ফারুক হিরু, কক্সবাজার:

‘চল মাতি ফুটবল জ্বরে’ শ্লোগানে কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে শুরু হতে যাচ্ছে আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।
আগামী ১০ নভেম্বর (রবিবার) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজারে প্রথম বারের মত এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। এতে সদর সহ ৮ উপজেলার ছাত্রলীগ ইউনিটের ৮ টি টিম অংশগ্রহণ করবে।
জেলা ছাত্রলীগের প্রথম আসরের এই টুর্নামেন্ট জেলাবাসীর জন্য রয়েছে উত্তেজনাপূর্ণ ১৫ টি ম্যাচ। টুর্নামেন্ট ঘিরে গঠন করা হয়েছে আয়োজক কমিটি।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্বরত রয়েছেন মারুফ ইবনে হোছাইন, সদস্য সচিব সাখাওয়াত হোছাইন তুর্য।
সদস্য হিসেবে রয়েছেন, জালাল উদ্দিন মিঠু, রউফ নেওয়াজ, কামরুল সোহাগ, জাহেদ সিকদার রুবেল, আবেদ আনজুম, শাহনেওয়াজ, নাজমুল ইসলাম শাকিল, ইব্রাহিম আজাদ বাবু, হাসান ইকবাল রিপন, ফরহাদ হোসেন জুয়েল, সাইদুর রহমান রিফাত, আলিফুজ্জামান শুভ, মইন উদ্দিন, ওয়াসিম কবির, তায়েফ সাব্বির, সাকিব আহম্মেদ, হোসাইন মুরাদ প্রিন্স, আহমেদ সামির, নাহিম কবির, আহসান রিপন, জাবেদ হাসান জীবন, ইবনুল আকিব চৌধুরী, আলী আনান আলবি, আব্দুর রহমান, আরমান কবির, রাহাত উদ্দিন বাপ্পি, হৃদয়, নাজমুল করিম ও এরফান উল্লাহ্।
এই টুর্নামেন্ট উপদেষ্ঠা পরিষদে রয়েছেন, রাশেদুল ইসলাম, জাহেদ সরওয়ার সোহেল, হেলাল উদ্দিন কবির, শোয়েব ইফতেকার, নুরুল আজিম কনক, মির্জা ওবায়েদ রুমেল, আবু তাহের আজাদ, ইসতিয়াক আহমেদ জয়, মোরশেদ হোছাইন তানিম, কামরুল হোছাইন, ফয়সাল আবদুল্লাহ্ ও ভুট্টো।