দেলোয়ার হোছাইন , পেকুয়া:
পেকুয়ায় কওমী মাদ্রাসার ছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে । নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ আল ফরমান (১৬) পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার নাহুম জামাতের শিক্ষার্থী । সে পেকুয়া সদর ইউনিয়নের ২ নং ওর্য়াডের ভোলাইয়াঘোনা এলাকার মৌলানা নুর মোহাম্মদ এর ২য় পুত্র । মৌলানা নুর মোহাম্মদ জানান , আমার ছেলে ফরমান গত ২৯ অক্টোবর মঙ্গলবার প্রায় সকাল ৯ টায় মাদ্রাসা থেকে চলে যায় । ঐসময় তার ক্লাশ চলছিল , ক্লাশ শিক্ষক তাকে ক্লাসে না পেয়ে আমাকে ফোন করে । তিনি আরো জানান ফরমান মাদ্রাসার হোস্টেলে তাকে । তাকে সম্ভাব্য সকল জায়গায় খোজ করেও এখনো কোন সন্ধান পাইনি । এব্যাপারে থানা নিখোঁজ ডায়েরী করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, ছেলের খোজে বিভিন্ন জায়গায় আসা যাওয়ার কারনে এখনো নিখোজ ডায়েরী করিনি । মৌলানা নুর মোহাম্মদ জানান কোন সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটি সন্ধান পেলে এই ঠিকানায় যোগাযোগ করতে সকলে প্রতি অনুরুদ জানিয়েছেন ।
যোগাযোগের ঠিকানা : মৌলানা নুর মোহাম্মদ ,খতিব : ভোলাইয়াঘোনা জামে মসজিদ , ওর্য়াড নং- ২ , পেকুয়া সদর ইউনিয়ন , পেকুয়া, কক্সবাজার । মোবাইল নং – ০১৮১৫ ৬৯৮১০৬ .
সন্ধান চাই
মোহাম্মদ আবদুল্লাহ আল ফরমান
ছাত্র : পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ।
বয়স : ১৬ বছর
পিতা : মৌলানা নুর মোহাম্মদ
খতিব : পেকুয়া ভোলাইয়াঘোনা জামে মসজিদ
ওর্য়াড নং – ২ , পেকুয়া সরদ ইউনিয়ন ,পেকুয়া ,কক্সবাজার ।
সে গত ২৯ -১০-২০১৯ ইং মঙ্গলবার ,সকাল ৯টায় মাদ্রাসা হতে বের হয়ে অজানা উদ্যেশে চলে যায় ।
সুহৃয়বান ব্যাক্তি তার সন্ধান দিলে মানবিক কাজের অংশিদার হবে এবং সন্ধান দাতাকে উপযুক্ত পুরুস্কার প্রদান করা হবে ।
যোগাযোগ : মাওলানা নুর মোহাম্মদ
খতিব : ভোলাইয়াঘোনা জামে মসজিদ
ওর্য়াড নং – ২ , পেকুয়া সদর ইউনিয়ন , পেকুয়া ,কক্সবাজার ।
মোবাইল নং – ০১৮১৫ ৬৯৮১০৬ / ০১৮২৯ ৯৩০৩৪৯.