আবুল কালাম, চট্টগ্রাম :
চট্রগ্রামের পাহাড়তলী থানাধীন  সাগরিকা বিসিক শিল্প বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর      অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)অভিযানে এসব পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করা হয়।
এ সময়  আটককৃত পলিথিনের মালিক আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সে নগরীর রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক তিনি।
বিকেলে শুনানি শেষে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মো. আলমগীরকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
তিনি বলেন, সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করা হয়েছে। পরে বিকেলে এসব পলিথিনের মালিক রেয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।