প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটি বী এন্ড দ্যা ওশানের পরিচিতি অনুষ্ঠান। গ্রুপের এডমিন ডক্টর জান্নাতুল মাওয়া মীমের উদ্যোগে এবং এডমিন ফারজানা নাহিদ সোমা ও এডমিন তানিয়া হোসেনের সহযোগিতায় ফেসবুক গ্রুপটি নারী কল্যাণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ১লা অক্টোবর। মাত্র ২৯দিনের মধ্যে নারীদের গ্রুপটি অনেক সাড়া পেয়েছে। এখন ২২৫০জন এর বিরাট সদস্য নিয়ে তাদের পথ চলা ।গ্রুপ টির সমাজ সেবা এবং নারীদের কল্যাণের জন্য এগিয়ে যাওয়ার দৃঢ় পরিকল্পনা বাস্তবায়ন হোক, এ কামনা। সবাইকে আন্তরিক ভাবে অনুরোধ তাদের পাশে থাকবেন ।যারা অনুষ্ঠান এ আসতে ইচ্ছুক (Beauty bees and the ocean)এডমিনদের সাথে যোগাযোগ করুন।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত -১৫ নভেম্বর কল্লোল হোটেলে অনুষ্ঠানটি আরম্ভ হবে দুপুর ১২-৫টা পর্যন্ত ।
গ্রুপ এর আপুদের একে অপরের সাথে দেখা হবে, পরিচিত হবে।আড্ডা হবে, সাথে আনলিমিটেড ফটোসেশন ফটোগ্রাফি করবেন (Red Eye),(বিয়ের মজ্ঞ) ,লাবন্য বুটিকস ।নাচ করবেন অভিনেএী নওরীন আফরোজা এবং নওশীন তাবাসসুম ,গান পরিবেশন করবেন মারুফা জান্নাত তৃশা ২০১৭ সেরা কন্ঠ ১ম রানার আপ ও অদিতি বডুয়া।এছাড়া আয়োজন এ আর ও রয়েছে ২০ মিনিট সাস্থ্য বিষয়ক পরয়জনীয় তথ্য আলাপ । দুপুরের খাবার।raffle ড্র। কেক কাটিং।
আনলিমিটেড ফটোসেশন With ফটো বুত।রেমপ সো। গ্রুপ এর গেট টুগেদার এ যদি কেউ স্পন্সর করতে চান করতে পারেন পরিচিতি লাভ এর জন্য স্পন্সর কে যে সুবিধা গুলো দেওয়া হবে।গ্রুপ এ লাইভ ,সেলপোস্ট করার সুযোগ,আপনার পেইজ এ লাইক রিভিউ এবং শেয়ার করা হবে
আর আপনার যদি শো রুম থাকে আমি নিজে ভিজিট করা হবে।গ্রুপ এ সবার সাথে আপনার পেইজ পরিচিত করিয়ে দেওয়া হবে।তাদের জন্য লগো দিয়ে বরো বেনার ছাপানো হবে।
এন্ট্রি ফী …….৫০০টাকা
শিশুদের 5 এবং 5+ এন্ট্রি ফী ……..400
👉চার্জ আলাদা
টাকা জমা দিতে হবে বিকাশ এর মাধ্যমে …..
ড্রেস,যার যা ইচ্ছা পরতে পারবে।
সব কিছুর জন্য সবার দোআ এবং উপস্থীতি প্রত্যাশীত।