চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে মো: সাঈদ (৪২)নামে এক যুবক’কে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
৩১ অক্টোবর ভোর ৫টা ১০ মিনিটের সময় নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ ডিটি রোডস্ত ঝাল বিতানের সামনে হতে একটি মিনি ট্রাকে ইয়াবা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. সাঈদ সিরাজগঞ্জ জেলার সদর থানার খোকসাবাড়ীর মৃত নিজাম উদ্দীনের ছেলে।
ডিবি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) উক্য সিং ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন খান ও পুলিশ পরিদর্শক মো. আহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে এসআই মো. মোমিনুল হাসান, এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. রাজ্জাকুল ইসলাম, এএসআই সন্তু শীল, এএসআই মো. মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সাঈদ কে গ্রেপ্তার করেন।
এছাড়াও পলাতক থাকা মো. আব্দু শুক্কুরসহ অজ্ঞাত নামা সহযোগিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।