আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল ভৌমিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্বীপে অবস্থান হওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষার্থীরা যোগদানের ১৫ বছর ধরে জিম্মি হওয়ায় এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
প্রশাসনের নিকট আবেদন করতে পারেন নাই।
টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে অত্র বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা আবুল কালাম স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মোঃ ওয়াজেদ (রোল নং-৫৪) ও মোঃ ছাদেক (রোল নং-৫৩) নামে দুই ছাত্রের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অত্র বিদ্যালয়ে অনুপস্থিত ও মডেল টেষ্ট পরীক্ষা অংশ গ্রহণ না করে জেএসসি পরিক্ষা/২০১৯ এর ফরম পূরণ করেছেন। দুঃখের বিষয় আমার ছেলে সোলাইমানসহ ২২জন শিক্ষার্থী ৮ম শ্রেণীর নিয়মিত ছাত্র-ছাত্রী ও মডেল টেষ্ট পরীক্ষায় ২/৩ বিষয়ে কম নম্বর পাওয়ায় তাদের ফরম পূরন করেন নাই,যাহার দরুন ২২ জন নিয়মিত শিক্ষার্থী ২০১৯ইং সনের ৮ম শ্রেণীর জেএসসি পরিক্ষা হতে বঞ্চিত। অত্র বিদ্যালয়ের দুই ছাত্র ওয়াজেদ ও ছাদেক টেষ্ট পরীক্ষা না দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ফরম পূরন করার বিষয়টি আমি জানতে পেরে প্রধান শিক্ষকের নিকট বিনয়ের সাথে আমার ছেলের রেজিষ্টেশনের বিষয়টি অনুরোধ করিলে আমাকে কটুক্তি ভাষায় হুমকি ধমকি দেয় এবং টাকা গ্রহণের বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড করি। এমতাবস্থায় প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারের কাছে অভিযোগ দাখিল করেছি।
এব্যাপারে সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল ভৌমিক (০১৮১৮৭৬৫৪৮১) নম্বরে ফোন করে এ প্রতিবেদক অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে এধরনের কোন কিছু তিনি করেনি বলে অস্বীকার করেন।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার বলেন,
সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল ভৌমিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি তিনি শুনেছেন। এ বিষয়ে একজন অভিভাবক একটি অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক উজ্জল ভৌমিকের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।