প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৩ জনকে আটক করেছে। গত ৩০ অক্টোবর সকাল হতে ৩১ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই কাঞ্চন কান্তি দাস, এসআই দেলোয়ার হোসেন, এসআই মোঃ আরাফাতুল আলম, এসআই কাজী আবুল বাসার, এসআই বেলাল উদ্দিন, এএসআই রাশেদ খান, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মজিবুর রহমান, পিতা- সামশুল আলম, সাং-পাহাড়তলী জিয়া নগর, হেলালের বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
২। নুরুল ইসলাম, পিতা-মৃত ইছহাক,সাং-নুর পাড়া, এন্ডারসন রোড, থানা ও জেলা-কক্সবাজার।
৩। ছালামত উল্লাহ, পিতা- মফিজুর রহমান, সাং-মহাজের পাড়া, (আবু বক্করের বাড়ীর পাশে) ১০ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
৪। ওমর ফারুক আহমেদ প্রকাশ টিপু, পিতা- মোস্তাক আহমেদ, সাং-পশ্চিম বাহারছড়া, গাড়ীর মাঠ, ০১ নং গলি, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
৫। আমিরুল ইসলাম, পিতা- মৃত গফুযরা সওদাগর, সাং- মাঝির টেকপাড়া, ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
৬। রফিকুল ইসলাম, পিতা- মৃত গফুযরা সওদাগর, সাং- মাঝির টেকপাড়া, ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
৭। ইমরান প্রঃ মেহেদী, পিতা- মৃত শামসুল আলম, সাং- হাঙ্গর পাড়া, টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৮। মোঃ ইউনুছ প্রঃ ভ্ট্টুু, পিতা- মৃত গোলাম মাহবুব, সাং- হাঙ্গর পাড়া, টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৯। মোঃ মানিক, পিতা- মোঃ আমিন, সাং- মাঝির ঘাট টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
১০। জাবেদুল হক, পিতা- ফজলুল হক, সাং-চৌমুহুনী মোড় টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
১১। জাফর আহমদ, পিতা- মৃত মোস্তাক আহা, সাং-বৈদ্য ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।
১২। আবু তাহের, পিতা- আব্দুল কালাম, সাং- ঘোনার পাড়া, বিবেকানন্দ স্কুলের সামনে, থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। নবী হোসেন, পিতা- মৃত খলিলুর রহমান, সাং- দক্ষিণ ডিককুল, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।