আবুল কালাম, চট্টগ্রাম :

চট্টগ্রামের আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ্ কলোনী এলাকায় একটি বাসার ৪র্থ তলার তালা কৌশলে নকল চাবি দিয়ে খুলে ফেলে বাসায় প্রবেশ করে মালামাল চুরি করার করার সময় চোর চক্রের এক নারী চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোব) স্থানীয় লোকজনের সহায়তায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম রোকসানা বেগম(২৮) । সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার দশদোনা গ্রামের মোল্লা বাড়ীর মৃত আক্তার হোসেন প্রকাশ আলীর মেয়ে।

বর্তমানে সে নগরীর আকবরশাহ থানা এলাকায় সিডিএ ০১নং রেল বিটের উত্তরে কাঁচাঘর, আকবরের ভাড়াঘর এ থাকে।

গ্রেফতারের পর তার কাছথেকে তল্লাশি করে ৩১৬টি নকল চাবি উদ্ধার করা হয়।

আটককৃত মহিলা আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত বাড়ীতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে মর্মে স্বীকার করে। ধৃত মহিলা আসামী আরো জানায় যে, সে সংঘবদ্ধভাবে আরো পলাতক ও অজ্ঞাত সহযোগীসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বাসা বাড়ীতে সঙ্গোপনে নকল চাবি দ্বারা বাসার তালা খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মালামাল চুরি করে থাকে।

থানা সুত্রে জানাযায় আসামী একজন পেশাদার চোর এবং দীর্ঘদিন যাবত চুরি করে আসছে বলে জানান এবং পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্তে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।