প্রেস বিজ্ঞপ্তি : খুরুশকুল ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় খুরুশকুল গার্লস হাই স্কুল এর ৩য় বারের মত অংশগ্রহণকারী জেএসসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুরুশকুল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ হোসাইন। অনুষ্টান সঞ্চালনা করেন খুরুশকুল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবুবক্কর ছিদ্দিক ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অবসর প্রাপ্ত সুবেদার মেজর আবদুল মাবুদ । অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদু রহিম, খুরুশকুল গার্লস হাই স্কুলে পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট এম সাইফুল্লাহ নূর,একাডেমিক পরিচালক সিরাজুল মোস্তফা,সদস্য মুজিবুর রহমান,কোনার পাড়া জামে মসজিদের খতীব হযরত মাওলানা কামাল উদ্দিন,ছাত্রনেতা মোহাম্মদ রুবেল মিয়া, শিক্ষক আমিন উল্লাহ,সাদিয়া ইসলাম হাফসা,রানিয়া সুলতানা,শারমিন শিরিন রুমী।