মোহাম্মদ উল্লাহ-চকরিয়া-কক্সবাজার:

কক্সাবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ানের পাগলির বিল ৮নং ওয়ার্ড়ের নিজ বাড়ী থেকে ২০০ গ্রাম গাজাঁসহ শহিদুল্লাহ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ অক্টোবর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল ডুলহাজারা ইউনিয়ানের পাগলির বিল এলাকার ৮ নং ওয়ার্ড়ের মৃত: ছিদ্দিক আহমদের ছেলে শহিদুল্লাহ (৩৫)তার বিরুদ্ধে লোহাগড়া থানার ২টি মাদক, চকরিয়া থানার ১টি মামলা রয়েছে। অন্যরা হল আদালতের থেকে জিআর, মামলার পরোয়ানাভুক্ত দক্ষিণ সিকদার পাড়ার ফাসিঁয়াখালী ইউনিয়ানের মৃত: কালা মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩০),ড’লহাজারা ইউনিয়ানের পূর্ব ডুমখালীর মনজুর আলমের ছেলে মো,শাহা আলম (৩৫),ডেমুশিয়া ইউনিয়ানের মৃত: করিমদাদের ছেলে নুরুল আজিম (৪৫),ইসমাইল পিতা-মৃত: করিমদাদ,গামদি পাড়া ডেমুশিয়া, খুটাখালী ইউনিয়ানের ৮ নং ওয়ার্ড়ের মৃত: নজির আহমদের ছেলে সালামত উল্লাহ (৪০)তার বন মামলা রয়েছে

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানের নির্দেশে এসআই আবদুল বাতেন ও এ এসআই মো,খায়রুল আলমসহ একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে, ২০০ গ্রাম গাজাঁসহ শহিদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গাজাঁ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ১টি, লোহাগাড়া থানায় ইয়াবা পাচারের দুইটিসহ ৪ টি মামলা রয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।

বিশেষ অভিযানের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান বলেন, যোগদানের পর থেকে মাদকসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি জনগনের সহযোগিাতা পেলে মাদক,ইভটিজিং ছিনতাইসহ সব ধরনের সন্ত্রাস ও অপরাধ দমন করা সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজ্রিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।