মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গত ২৮ অক্টোবর মহেশখালী এসি (ল্যান্ড) অফিস থেকে আড়াই লাখ টাকা ঘুষ সহ হাতেনাতে গ্রেপ্তারকৃত ভারপ্রাপ্ত কানুনগো মোঃ আবদুর রহমানকে তার চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ২৯ অক্টোবর বুধবার ১১৪৫ নম্বর স্মারকমূলে এক অফিস আদেশে তাকে বরখাস্ত করেন।
অফিস আদেশে বলা হয়, মহেশখালী উপজেলার ইউএনও একইদিন এক পত্রে জেলা প্রশাসককে জানান, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ (কক্সবাজার) গত ২৮ অক্টোবর সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো মোঃ আবদুর রহমানকে ২/২০১৯ নম্বর মামলা মূলে গ্রেপ্তার করে। তার প্রেক্ষিতে বাংলাদেশ সার্ভিস রুল (বিএসআর) পার্ট-১ এর ৭৩ নম্বর বিধির নোট ২ মোতাবেক মোঃ আবদুর রহমানকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।