আলমগীর মানিক, রাঙামাটি:

পাহাড়ে বিরাজমান সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। বৃহস্পতিবার রাঙামাটিতে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে সংগঠনকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে হবে। তবেই গণআন্দোলনের মাধ্যমে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের রুখে দেওয়া সম্ভব হবে। এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার।

পরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে কাউন্সিল অধিবেশনে মোঃ সোলাইমান বাদশাকে সভাপতি এবং মোঃ মনসুর আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।