বিনোদন প্রতিবেদক:
নিজ অঞ্চলের গানকে সবার সামনে তুলে ধরতে চান? দেশবাসীকে শোনাতে চান আপনার কণ্ঠ? তাহলে আপনার জন্য এই প্রতিযোগিতা। আঞ্চলিক গান গাইতে পারেন এমন শিল্পীদের জন্য ‘শেকড়ের খোঁজে ২০১৯’ প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের স্বনামধন্য ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) প্রদানকারী প্রতিষ্ঠান ই.বি. সল্যুশন্স লিমিটেড (ইবিএস)।
বাংলালিংক লোকাল রেডিও ২২০০১-এ কল করে অংশ নিন প্রতিযোগিতায়। গানে গানে জানিয়ে দিন আপনার অঞ্চল। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও আদিবাসীদের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১-২১ নভেম্বর পর্যন্ত অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়।
যে কোনো বাংলালিংক নম্বর থেকে খালি গলায় গান রেকর্ড করে পাঠাতে হবে ২২০০১ নম্বরে। গাইতে হবে নিজ অঞ্চলের ভাষায় রচিত গান। রেকর্ডের সময় উল্লেখ করতে হবে নিজের নাম ও অঞ্চলের নাম। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা তিনজনকে। পুরস্কার হিসেবে তারা পাবেন ৫০, ২০ ও ১০ হাজার টাকার কনট্রাক্ট এবং প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল থেকে গান প্রকাশের সুযোগ। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে।
ইবিএস কর্তৃপক্ষ জানায়, বাংলা গানের সমৃদ্ধিতে আঞ্চলিক গানের অবদান অনস্বীকার্য। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে ও দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা আঞ্চলিক গানের শিল্পীদের জাতীয় অঙ্গনে তুলে ধরাই তাদের লক্ষ্য।
Contact: 01710510377 (Oli)
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।