হেলাল উদ্দিন, টেকনাফ।
টেকনাফে নাফ নদীতে মাছ শিকার করতে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের পুত্র। আহত আরেক জেলে আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের পুত্র।
স্থানীয় জেলেদের জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা টহলের সময় বাংলাদেশি জেলেদের নির্যাতন করে। বৃহস্পতিবার ভোরে মাছ শিকারে গেলে তাদের গুলিতে মারা গেছে নুর মোহাম্মদ ও আহত হয়েছেন আবুল কালাম নামের আরেক জেলে।
টেকনাফেরদ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা পর্যবেক্ষণের পর পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত: গুলিবিদ্ধ-১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।