মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান (লিগ্যাল এইড সার্ভিস) কক্সবাজার জেলার তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। এই সেবা এখন জেলার সর্বত্র ব্যাপৃত করায় দুঃস্থ, গরীব, অসহায়, নির্যাতিত মানুষেরা সরকারের লিগ্যাল এইড সেবা পেয়ে সহজে ন্যায় বিচার পাচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার জেলার ৮ টি উপজেলায় কমিটি ও জেলাভূক্ত ৩৮ টি ইউনিয়নে লিগ্যাল এইডের কমিটি গঠন করা হয়েছে। জেলার অন্যান্য ইউনিয়ন কমিটি গুলোও শিঘ্রী গঠন করা হবে। গঠিত ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটি গুলো এখন বেশ সক্রিয়ভাবে কাজ করছে। যে জন্য ইউনিয়ন কমিটি গুলো থেকে লিগ্যাল এইড সহায়তা চেয়ে একমাসে ২৫ টি আবেদন পাওয়া গেছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কক্সবাজার জেলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এ তথ্য প্রকাশ করেন। বুধবার ৩০ অক্টোবর বিকেলে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক (জেলা জজ) মোঃ নূর ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যেট (ভা.) রাজিব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসাইন, জিপি এডভোকেট মোহাম্মদ ইসহাক, পিপি এডভোকেট ফরিদুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. আলমগীর মহিউদ্দিন, প্যানেল আইনজীবী এডভোকেট আবদুশ শুক্কুর, এডভোকেট মফিজুল আলম, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, লিগ্যাল এইড সম্পৃক্ত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাটি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান সহকারী খোকন মাহমুদ, অফিস সহকারী শফিক সরদার।