আবুল কালাম, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম হলো মো. ইকবাল প্রকাশ মামা ইকবালকে (৩২)
এসময় তার কাছথেকে তল্লাশি করে ১ টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় অভিযানটি পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশি বন্দুকসহ মো. ইকবাল প্রকাশে মামা ইকবালকে(৩২) গ্রেপ্তার করা হয়েছে।