লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী কণা মার্মাকে লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে চিত্ত রঞ্জন দাশ মেমোরিয়াল ট্রাস্ট।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তার হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। কনা মার্মা বান্দরবান জেলার আজিজনগর হেডম্যান পাড়া এলাকার মংথিং মার্মার কন্যা।

লেখাপড়ার জন্য এই মাসিক বৃত্তি প্রদান করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক।

তিনি জানান, কণা মার্মা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ। আর্থিকভাবে স্বচ্ছল নয়। ফলে তার পক্ষে পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপধ্যক্ষ হেসামুল হক, অধ্যাপক মো ইকবাল, মো. আহসান উল্লাহ, শিমু মহাজন, মাহফুজুল করিম, সাংবাদিক পুষ্পেন চৌধুরী, সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।