লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় আল আমিন নামের আড়াই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
সে ওই এলাকার প্রবাসী মো: রিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে।
মত্যুর বিষয়টি নিশ্চিত করেন লোহাগাাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।
নিহতের স্বজনরা জানিয়েছে, বুধবার সকালে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুকুর থেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন জানান।