মোঃ ওসমান গণিঃ
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কক্সবাজার সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর বিকেল ৪ টায় কক্সবাজার জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
সংগঠনের সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হাসেম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, এডভোকেট শামশুল আলম কুতুবী, সাংবাদিক মোঃ আলী জিন্নাত, ইফতেখার উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, সঞ্জিদ ধর, এডভোকেট শাকি-এ কাওছার (সাকী), মম আহমদ, অধ্যাপক উজ্জ্বল দেব, সংবাদিক নুরুল আমিন, সাংবাদিক শফিক আহমেদ, আরিফুল রহিম, কমরেড সমির পাল, এডভোকেট মো: ইসলাম, সুলতান আহমদ ও একে এম ফরিদ আহমেদ, সংবাদকর্মী মোঃ ওসমান গনি, তারকে।
অনুষ্ঠানে জেলা প্রসাশনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে কক্সবাজারের জনসাধারণের স্বার্থে সংগঠনের পক্ষ থেকে ২২ টি যোক্তিক দাবী উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন যৌক্তিক দাবীগুলোর সাথে একমত পোষণ করেন।
তিনি দাবীগুলো বাস্তবায়নে প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।