পেকুয়া সংবাদদাতা
পেকুয়ায় নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূরীকরণে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে পেকুয়া থানার উদ্যোগে শরনার্থী সংস্থা ইউএনএফপিএ প্রকল্পের অাওতায় থানা কম্পাউন্ডে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনএফপিএ এর কক্সবাজার জেলা সমন্বয়কারী সমন চাকমা।
পেকুয়া থানার এসআই আতিকুর রহমানের পরিচালনায় সচেতনতামূলক বক্তব্য রাখেন- পেকুয়া থানার ওসি কামরুল আজম, পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল করিম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, কমিউনিটি পুলিশ পেকুয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ছাত্রলীগ সভাপতি কপিল উদ্দিন বাহাদুর, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুব করিম, শ্রমিকলীগের সভাপতি নুরুল অাবছার, যুবলীগ সহসভাপতি জিয়াবুল হক জিকু, শ্রমিকলীগ সম্পাদক শাহাদত হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বুলবুল জন্নাত ও মালেশিয়া প্রবাসী ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শুভ প্রমুখ।
এসময় বিভিন্নজনের প্রশ্নের জবাবে ওসি কামরুল অাজম বলেন, অামার ওসির চাকরি থাক অার না থাক পেকুয়ায় মাদক বিকিকিনি চলবেনা। সেই যতই বড় প্রভাবশালী হউক তাকে অাইনের অাওতায় অানা হবে। অার যেখানে কোন ধরণের ইভটিজিং দেখবেন, অার বাল্য বিয়ের কথা শুনবেন এবং নারী নির্যাতনের তথ্য পাবেন সাথে সাথে থানায় অবগত করুণ। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অাপনারা মনে রাখবেন নিরহ লোকদের হয়রানি করার জন্য যদি কোন তথ্য অামাদের দেন তাহলে প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।