সোয়েব সাঈদ:
দৈনিক সকালের কক্সবাজার ও অনলাইন সংবাদপত্র কক্সবাজার নিউজ ডটকম এর নিজস্ব প্রতিবেদক শাহীন মাহমুদ রাসেলের মাতা গোলতাজ বেগম আর নেই। তিনি আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কোনার পাড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোলতাজ বেগম ওই এলাকার মরহুম ফরিদুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় খুরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার নিউজ ডটকম- সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, যুগ্ম- বার্তা সম্পাদক ইমাম খাইর ও প্রধান প্রতিবেদক শাহেদ মিজান।
সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের মাতার ইন্তেকাল, আজ সকাল ১০টায় জানাযা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
