ইমাম খাইর, সিবিএন
আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর কথা থাকলেও মঙ্গলবার (২৯ অক্টোবর) পর্যন্ত কোন জাহাজকে অনুমতি দেয়নি জেলা প্রশাসন।
সাগরে চলাচল উপযোগী জাহাজসমূহ সংশ্লিষ্ট দপ্তর থেকে ছাড়পত্র পাওয়ার পরও স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় আজ পর্যন্ত টেকনাফ-স্টেমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
আগামী নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত এই তিন মাস আবহাওয়া অনুকূলে জানিয়ে রিপোর্টও দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক নয়ন শীল গণমাধ্যমকে জানান, আসন্ন পর্যটন মৌসুমে নৌপথে চলাচলের জন্য ৫টি জাহাজ অনুমতি চেয়েছে। এরমধ্যে গত ২৩ অক্টোবর ৩টি জাহাজকে আগামী ২০২০ সালের ১৫ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

তবে যে সমস্ত জাহাজের প্রয়োজনীয় কাগজপত্র  নাই সে সব জাহাজকে অনুমোদন দেয়া হবেনা বলে জেলা প্রশাসক সাফ জানিয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র কিংবা প্রয়োজনীয় কাগজপত্র নেই এমন কোন জাহাজকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের অনুমোদন দেওয়া হবেনা। যাদের সব ডকুমেন্ট আপটুডেট আছে তাদের অনুমোদন দেওয়া হবে।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে জাহাজগুলো চলাচল করতে পারবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।