দীপন বিশ্বাস:

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া মহেশখালী ভূমি অফিসের কানুনগো আবদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এবং কক্সবাজার জেলা ও দায়েরা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ এর আদালতে হাজির করা হলে শুনানী শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সুত্র জানায়, গত সোমবার বিকেলের দিকে দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপপরিচালক মাহবুবুল আলম এর নেতৃত্বে কমিশনের একটি দল মহেশখালী ভূমি অফিসের কানুনগো আবদুর রহমানকে ঘুষ গ্রহণের দুই লাখ আট হাজার পাঁচশ টাকাসহ হাতেনাতে আটক করে মহেশখালী থানা পুলিশকে সোপর্দ করে।
দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপপরিচালক মাহবুবুল আলম জানান, কানুনগো দীর্ঘদিন যাবত এই অপকর্মের সাথে জড়িত ছিল। জেলার বিভিন্ন সরকারি অফিসে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। শীঘ্রই আরো অভিযান চলবে। দূর্নীতিবাজদের রক্ষা নেই।
মামলায় রাষ্টপক্ষে শুনানিতে অংশ নেন দূর্নীতি দমন কমিশন এর কক্সবাজারস্হ পিপি মোঃ আবদুর রহিম ও সিরাজুল হক। এই সময় উপপরিচালক মাহবুবুল আলম উপস্হিত ছিলেন।