এফ এম সুমন, পেকুয়া:

পেকুয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসব্যাপী আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পেকুয়া মড়েল সরকারী জিএমসি ইনষ্টিটিউশনকে হারিয়ে শিলখালী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকালে পেকুয়া উপজেলা হলরুমে এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে পেকুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ লায়ন ড. সানাউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উম্মে কুলসুম মিনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাছান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, সহ-সভাপতি মো.এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার আশেক উল্লাহ, চকরিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, পেকুয়া কৃষি ব্যাংকের ম্যানেজার প্রমুখ।

বক্তারা সবাই দেশকে দুর্নীতি মুক্ত করতে সরকারের চলমান অভিযানকে স্বাগত জানান এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনষ্টিটিউশনের বিতার্কিক দল শিলখালী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দলের মোকাবেলা করে। যেখানে যুক্তিতর্কে পেকুয়া জিএমসিকে হারিয়ে পেকুয়া শিলখালি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল বিজয়ী হন। সেরা বক্তা নির্বাচিত হন শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিরোপা জান্নাত মম।

এই ছাড়া গান কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় পেকুয়ার প্রায় সবকটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্টানে পেকুয়া জিএমসি স্কুল, শিলখালী স্কুলের শিক্ষক সহ পেকুয়ার প্রায় প্রতিষ্টানের শিক্ষক এবং উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।