সংবাদদাতা:
স্কুল পড়ুয়া ছোট বোনকে উত্যক্তকরণের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে ভাই ফাহিম (২০) ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের মোটেল রোড এলাকায় হামলার ঘটনাটি ঘটে।
ফাহিম কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলি এলাকার শামসুল আলমের ছেলে। তাকে উদ্ধার করে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
জানা গেছে, ফাহিমের ছোট বোন শহরের আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল আশরাফুল (৩০) নামের এক বখাটে। অনেকবার বারণ করলেও কাজ হয়নি। বরং ক্ষুব্ধ হয়ে উঠে।
ভিকটিম ফাহিম জানিয়েছে, সে বন্ধুদের সাথে সাগরপাড় থেকে ফেরার পথে মোটেল রোড এলাকায় পৌঁছলে আশরাফুলসহ আরো কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
হামলায় ফাহিমের মাথাসহ সারা শরীর আঘাতপ্রাপ্ত ও বাম হাতের হাঁড় পুরোপুরি দ্বিখন্তিত হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা মুজিবুল ইসলামের বখাটে পুত্র আশরাফুল ইসলাম এর আগেও একাধিক বিয়ে করে এবং বিভিন্ন সময় নারী নির্যাতন মামলায় হাজতবাস করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম সাংবাদিকদের জানায়, সন্ত্রাসীরা হামলার সময় তার মোবাইল ফোন এবং মানিব্যাগও ছিনিয়ে নিয়ে গেছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। কোন বখাটে, অপরাধীকে ছাড় দেবেনা পুলিশ।