মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে আটকে রেখে হাত পা বেধেঁ এক কাঠমিস্ত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্য রফিকুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রবিবার রাতে পুলিশের হাতে আটকের পর মঙ্গলবার দুপুরে মারধরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হলে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রী নুরুল আমিনের (৩০) কাছ থেকে ২হাজার টাকা পাওনা ছিল। রবিবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে নুরুল আমিনকে ধরে ইউপি সদস্য রফিক তার বাড়িতে আটকে রেখে হাত-পা বেধেঁ মারধর করেন। এ খবর পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে উদ্ধার করে। এসময় আটক করা হয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে। গুরুতর আহত নুরুল আমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুরুল আমিনের পিতা মাহাবুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, আটক ইউপি সদস্য রফিকুল ইসলামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।