সোয়েব সাঈদ, রামু:
রামুতে অপহরণকারি চক্রের সদস্যের হামলায় কমিউনিটি পুলিশের সদস্য আহত হয়েছে। আহত মো. শাহ আলম (৩২) রামু কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা নাপিতেরঘোনা এলাকার নুর আহমদের ছেলে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ হামলার ঘটনা ঘটে। রামু থানা পুলিশ ও স্থানীয় জনতা আহত শাহ আলমকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
আহত শাহ আলমের ভাই মনির আহমদ জানান, একই এলাকার বাসিন্দা হত্যা মামলার আসামী মোস্তাক আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে শাহ আলমের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম প্রহার করলে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে রামু থানার এসআই মন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তিনি আরো জানান, আহত শাহ আলম কমিউনিটি পুলিশের সদস্য। হামলাকারি মোস্তাকের নেতৃত্বে সম্প্রতি ওই এলাকায় অপহরণ, চুরি-ডাকাতি হচ্ছিলো। শাহ আলম রাত্রিকালীন পাহারায় মোস্তাক দেখে ফেলে এবং তা স্থানীয়দের অবহিত করে। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাক ও তার সহযোগিরা শাহ আলমকে মারধর করে। এ ঘটনায় জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
রামু থানার এসআই মন্টু জানান, আহত শাহ আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।