আলমগীর মানিক, রাঙামাটি:
পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনগুলো আওয়ামীলীগের নেতা-কর্মীদের জোড় করে অস্ত্রের মুখে সংগঠন থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।
সোমবার (২৮ অক্টোবর ২০১৯) সকালে রাঙামাটির জুড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এই অভিযোগ করে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের যেকোন রাজনৈতিক সংগঠন করার অধিকার রয়েছে। কিন্তু আঞ্চলিক সংগঠনগুলো পাহাড়ের সাধারণ জনগনসহ আওয়ামীলীগের নেতা-কর্মীদের হুমকি দিয়ে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করছে।
এই সংগঠনগুলোর অন্যতম প্রধান হুমকি হলো অত্রাঞ্চলের পাহাড়িরা আওয়ামীলীগের রাজনীতি করতে পারবে না। কিন্তু আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে পাহাড়ের জনসাধারণ। এসকল আঞ্চলিকদলগুলো তথা সন্ত্রাসী বাহিনীগুলোর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহবান জানিয়েছেন দীপংকর তালুকদার।
জুড়াছড়ি উপজেলার সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা সঞ্চালনায় সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য বাবলা মিত্র, চারু বিকাশ চাকমা ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বক্তব্য রাখেন। এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।