শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালী ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমানকে ঘুষ লেনদেনকালে হাতেনাতে আটক করেছে দুদকের একটি দল। আজ সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা সময় মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আবদুর রহমানের কাছ থেকে ঘুষ লেনদেনের দুই লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মুহঃ মাহবুবুল আলম। দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ- সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আটক ভারপ্রাপ্ত কানুনগো আবদুর রহমান সার্ভেয়ার হিসেবে দীর্ঘদিন ধরে মহেশখালী ভূমি অফিসে কর্মরত রয়েছেন। সেখানে খতিয়ান সৃজন, নামজারি খতিয়ান সৃজন, ভূমি জরিপসহ বিভিন্ন কাজে গ্রাহকদের জিম্মি করে মোটা টাকা হাতিয়ে নিয়ে আসছেন। কেউ তার দাবিকৃত মোটা টাকা ঘুষ না দিলে কাজতো হয় না উল্টো বিরোধী পক্ষ থেকে সুবিধা নিয়ে ভুক্তভোগীকে বেকায়দায় ফেলে দেন এই সার্ভেয়ার। বিশেষ করে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণের টাকা উত্তোলনে নানা অজুহাতের জমির মালিকদের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন তিনি। এই নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভও প্রদর্শন করেছে ভুক্তভোগীরা। দীর্ঘদিন পরে হলেও এই দুর্নীতি পরায়ণ আবদুর রহমানকে আটক করায় দুদককে সাধুবাদ জানিয়েছেন মহেশখালীর সাধারণ লোকজন।