শাহেদ মিজান, সিবিএন
কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ৮ লাখ ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এসময় অবস্থান টের পেয়ে বাকিরা ট্রলারযোগে পালিয়ে যায়।
রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ইনানী পয়েন্ট থেকে তাকেকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
মধ্যরাতে অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব ১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে অভিযানে গেলে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্যমতে পাশের ঝোপ থেকে ৮ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।