ক্রীড়া প্রতিবেদক:
মিরাজ টি-২০ ক্রিকেট সিরিজে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীকে হোয়াট ওয়াশ করলো স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমী। রবিবার (২৭ অক্টোবর) সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করে স্বাগতিকরা। ট্রসে জিতে ব্যাট করতে নেমে ৮০ রানে গুটিয়ে যায় সিলেটের স্কোর। দলের পক্ষে রাহাত ১৫, অভিজিত ১৮ ও সৌরভ ১২ রান করে। কক্সবাজার ক্রিকেট একাডেমীর নোমান ২টি, অভি ৩টি, রায়হান ২টি ও রাসেল ১টি উইকেট লাভ করে। ৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কক্সবাজার ক্রিকেট একাডেমী ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। এতে ৩-০ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১০ উইকেট ও ১০৩ রান করে সিরিজ ও ম্যাচ সেরা হয় কক্সবাজার ক্রিকেট একাডেমীর অল রাউন্ডার নোমান। পরে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপরাজিত চ্যাম্পিয়ন কক্সবাজার ক্রিকেট একাডেমীকে শিরোপা তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম, কক্সবাজার ক্রিকেট একাডেমীর সিনিয়র সহ-সভাপতি আজিজ রাসেল ও সহ সভাপতি আজিম নিহাদ।
মিরাজ টি-২০ ক্রিকেট সিরিজে কক্সবাজারের কাছে হোয়াইট ওয়াশ সিলেট
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।