নিজস্ব প্রতিবেদক:
২০১৯-২০ অর্থ বছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কক্সবাজার জেলার সদর, রামু, উখিয়া ও মহেশখালী উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালনা করবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়ার সিদ্ধান্ত অনুযায়ী এ জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক এ জরিপ ও অনুসন্ধান কাজের প্রাক-পর্যবেক্ষণ কাজের অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড.মো.আতাউর রহমান তার দপ্তরের ফিল্ড অফিসার মো.শাহীন আলম, সার্ভেয়ার চাইথুয়াই মারমা, পটারী রের্কডার ওমর ফারুকসহ পরিদর্শনে যান। প্রাথমিক পর্যবেক্ষণে তারা রবিবার (২৭ অক্টোবর) কয়েকজন স্থানীয় সাংবাদিক নিয়ে রামুর আন্ধার মানিক গুহা, ক্যাপটেন কক্সের বাংলো ও লামা মন্দির পরিদর্শন করেন।
এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও রামু ইউএনও প্রণয় চাকমার সাথে সাক্ষাত ও প্রত্নতাত্ত্বিক জরিপ বিষয়ে কথা বলেন।
জেলা প্রশাসক ও ইউএনও প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আগামী নভেম্বর মাসব্যাপী এই প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালিত হবে।
কক্সবাজার জেলার প্রত্নতাত্ত্বিক প্রাক জরিপ পর্যবেক্ষণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
