সংবাদ বিজ্ঞপ্তি:
শহরে শ্যামা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতাল রোড, গোলদিঘির পাড় ও কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়ে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেছেন। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার সারাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। যার সুনাম রয়েছে দেশব্যাপী। পূজায় বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুমেল বড়–য়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও সহ-সভাপতি রতন দাশ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, হাসপাতাল সড়কের আমাদের শ্যামা সংঘের প্রধান উপদেষ্টা রতন দাশ, সভাপতি রানা দে, সাধারণ সম্পাদক অজয় দাশ প্রমূখ।