চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালন করছে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘আর এস’ পরিবার। জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীদের দ্বারা সংগঠনটি পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়া, শাটল ট্রেনের শিডিউল বলে দেয়া, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়া, যানজট নিরসনে পুলিশকে সহায়তা করা ছাড়াও নানামুখী সেবা দিচ্ছে সংগঠনটির সদস্যরা। তাদের এই আয়োজনকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই আয়োজন সম্পর্কে চবি ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন ভাইয়ের নির্দেশে ভর্তি পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক শিক্ষার্থীদের পাশে থাকবে ‘আরএস’ পরিবার। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।