এফ এম সুমন, পেকুয়া:

সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়ায়ও পিঁয়াজের বাজার খুবই চড়া। চলতি সপ্তাহে তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে পিঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। রবিবার দেশি পিঁয়াজের সরবরাহ বাজারে না থাকলেও পেকুয়া আলহাজ কবির মিয়ার বাজারে ইন্ডিয়ান পিঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকা, মিশরের পিঁয়াজ ৯৪ টাকা আর মায়ানমারের পিঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা হারে।

হঠাৎ করে পিঁয়াজের এমন মুল্য বৃদ্ধিতে পিয়াঁজ কেনা নিয়ে সংশয়ে পড়েছে নিম্ম আয় ও নিন্বিমত্ত আয়ের মানুষেরা।

পেকুয়া বাজারে পিয়াঁজ কিনতে আসা মগনামার লবণ চাষী, মো জসিম উদ্দিন বলেন, বর্তমানে আমি ১১৫ টাকা করে বিদেশী পিয়াজ কিনেছি। আমার মতো মানুষ এতা টাকা দিয়ে পিঁয়াজ কিনে খাবো তা দুরহ ব্যাপার।

একই সাথে আশেক নামের আরেক ক্রেতা বলেন, এ অবস্থা থাকলে সামনে থেকে হয়তো অমাদের পিঁয়াজ খাওয়া বাদ দিতে হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশীয় পিঁয়াজের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারনে বিদেশী পিঁয়াজ তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে তারা সরকার নিধারিত মুল্যের চাইতে বেশি দামে পাইকারী বাজার থেকে পিঁয়াজ কিনছেন বলে অভিযোগ করেন। তবে ক্রেতাদের দাবী দ্রুত পিঁয়াজের দাম কমানো হোক এবং পিঁয়াজের বাজার নিয়ন্ত্রনে আরো কঠোর ব্যবস্থা দরকার।