সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ পেকুয়া উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটিতে জনৈক ব্যক্তির নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই বিভ্রান্তি নিরসনে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তফা কামাল বিবৃতি প্রদান করেন। প্রকৃত পক্ষে পেকুয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির ৬নং ক্রমিকের যে সদস্যকে ইঙ্গিত করে সংবাদ প্রকাশিত হয়েছে আসলে তিনি ওই ব্যক্তি নন। পেকুয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির ৬ নং ক্রমিকের সদস্য হচ্ছেন পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখের কিল্লা ঘোনা এলাকার মৃত রমিজ আহমদের পুত্র মুজিবুর রহমান।