কামাল শিশির, রামু :
রামুতে ৩ টি ওয়ারেন্ট মামলার আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। ২৬শে অক্টোবর রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এস আই মামুন ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অপহরন ও ডাকাতি সহ ৩ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ। মামলা নম্বর সিআর ১৯৬/১৮,জিআর ২৯৬/১৫, জিআর ২৯৬/১৩, আটককৃত ব্যক্তি হল রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার মহব্বত আলীর ছেলে জাফর আলম (প্রকাশ) জাফইরজ্জা ডাকাত।