আব্দুল মান্নান রানা :
মহেশখালী উপজেলা অধীনস্থ ধলঘাটা ইউনিয়নের তরুণ মেধী শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ” দি এসেন্ডেন্ট স্টুডেন্টস অব ধলঘাটা’র” উদ্যোগে অত্র এলাকার সকল প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানে পিইসি-পরীক্ষার্থীদের এবং মাধ্যমিক পর্যায়ে জেএসসি- পরীক্ষার্থীদের ২০১৯ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার রুটিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ধারাবাহিকভাবে সংগঠনটি প্রাথমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে উদ্দীপনার সৃষ্টির লক্ষ্যে যে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে তার সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন কার্যক্রমও সম্পন্ন করেন।
বিষয়াদির গুরুত্ব জানতে চাইলে সংগঠনের সভাপতি এস্তাখাব উদ্দিন বলেন, আমরা গতবছরের মত এবারও আমাদের কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষার বিষয়ে দারুণ উদ্দিপনা সত্যিই প্রশংসনীয়। সময়োপযোগী শিক্ষায় তাদের ব্যাপকহারে অংশগ্রহণ লক্ষ্য করছি।বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দারুণ ভাবে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নতুন বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি আমাদেরকে এই কাজের প্রতি আরো বেশি অনুপ্রাণিত করছে। পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রী এবং এলাকার সর্বস্তরের মানুষের এই সংগঠনের প্রতি ইতিবাচক ধারণা সংগঠকদের বিশাল অর্জন এবং আগামীর পথচলার পাথেয় হয়ে থাকবে বলে মনে করি।
রুটিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আবু বক্কর ছিদ্দিক ( সহ- সম্পাদক), এরশাদ উল্লাহ( অর্থ সচিব),মনিরুল ইসলাম( ব্লাড ব্যাংক সেক্রেটারি), কলিম উল্লাহ( সদস্য), কায়দে আজম( সদস্য) সায়েদুছ সালিহীন(সহ অর্থ সচিব) ,রফিক উল্লাহ( সহ অর্থ সচিব) ফজল কাদের রাব্বী( সদস্য)।