প্রেস বিজ্ঞপ্তি :

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি অনুমোদন হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার আগামী দুই বছরের জন্য (২০১৯-২০) এই কমিটি অনুমোদন দেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হককে প্রধান উপদেষ্টা করে অনুমোদিত কমিটিতে এডভোকেট নজিবুল আলম নজিব সভাপতি ও এডভোকেট আবু হেনা মোস্তাফা কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এদিকে, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় শহরের এক অভিজাত রেস্তারাঁয় আসক ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ নেজামুল হক।

এডভোকেট নজিবুল আলমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তাফা কামালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- আসক ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাইক্ষংছড়ি সরকারী কলেজের অধ্যাপক কে. এ. এম. মুজিবুর রহমান, সাংবাদিক সরওয়ার কামাল খন্দকার, ঝান্টু ধর, ইঞ্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক- ফয়েজ উদ্দিন, দপ্তর সম্পাদক- মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য এড. রাবেয়া সুলতানা, এস এম নওশাদ হাদী।

কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুজিবুর রহমান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সাংবাদিক সরওয়ার কামাল খন্দকার, এড. রাবেয়া সুলতানা, ফয়েজ উদ্দিন, সহ-সভাপতি শফিকুর ইসলাম ছিদ্দিকী প্রমুখ।