সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারস্থ বৃহত্তর ঈদগাঁও সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ নভেম্বর সকাল ১০ টায় শহরের ঝাউতলাস্থ রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে।
এতে সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জাতিসত্তার কবি নুরুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, সাবেক এমপি লুৎফুর রহমান কাজলসহ জেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন।
এজিএমের পূর্বে সমিতির কার্যালয়ে (বাজারঘাটা বানু প্লাজা সংলগ্ন) অথবা বাজারঘাটাস্থ সাজ্জাদ ইলেক্ট্রিক সার্ভিসে যোগাযোগ করে বকেয়া ফি পরিশোধ করতে অনুরোধ জানিয়েছেন সভাপতি প্রফেসর জাফর আহমদ ও সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল কালাম।