আবুল কাশেম ,কুতুবদিয়া :
কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) কুতুবদিয়া থানা আয়োজিত সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আবু ছৈয়দ এর পর গীতা পাঠ করেন পুলিশ সদস্য সুজন সেন।
কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মন্জুর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস। বিশেষ অতিথিরেদর মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুচছাফা,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি,উপজেলা স্বাস্থ্যা ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুচছাফা,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন্নার,উত্তর ধুরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি সিরাজউদ্দৌলাহ,কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম. এ মান্নান,মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী,দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, কুতুবদিয়া মহিলা কলেজ অধ্যক্ষ নুরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,কমিউনিটি ফোরামের ইউনিয়ন,ওয়ার্ড দায়িত্বশীল,সাংবাদিক,জনপ্রতিনিধি,পেশাজীবিরা উপস্থিাত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস.আই মোসলেম উদ্দিন বাবলু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।